ব্যক্তিত্ব বিকাশ ও সাফল্যের সহজ পথ বইটির ভূমিকা থেকে নেয়াঃ
মানুষ সৃষ্টির সেরা জীব। আর সৃষ্টির সেরা জীব বলেই তার থাকবে ব্যক্তিত্ব ও সাফল্য। ব্যক্তিত্ব ছাড়া তার সাফল্য আশা করা যায় না। ব্যক্তিত্বই ব্যক্তি মর্যাদা বৃদ্ধি করে। ব্যক্তিত্বহীন মানুষের সমাজে কোনো মূল্য নেই। এ পৃথিবীতে তার জন্ম নেয়া আর না নেয়ার মধ্যে কোনো পার্থক্য থাকে না। ব্যক্তিত্ব মানুষকে মহান করে তোলে। প্রত্যেক মানুষই চায় সফলতা লাভ করতে আর সফলতা লাভ করতে হলে তাকে অবশ্যই পরিশ্রমী, সৎ ও সাহসী হতে হবে। কত্তিমানের যেমন মত্যু নেই তেমনি মানুষ হয়ে জন্ম নিলে অবশ্যই ব্যক্তিত্ব ও সাফল্য অর্জন করতে হবে। সৃষ্টিকর্তার পৃথিবীতে আমরা কি শুধু খাওয়া ও ঘুমের জন্যে এসেছি? অবশ্যই না। আমরা জীবনটাকে ভালোভাবে উপলব্ধি করতে এসেছি। মানুষ হিসেবে প্রত্যেকের এ কথাগুলো মনে রাখতে হবে। অত্যন্ত দক্ষতাসম্পন্ন ও নীতিবান লেখক ডেল কার্নেগির অসাধারণ বই ব্যক্তিত্ব বিকাশ ও সাফল্যের সহজ পথ। নিউইয়র্কের সবচেয়ে দুঃখী ছেলে ছিলেন তিনি। তিনি ছিলেন দরিদ্র বংশের ছেলে। তাঁর বাসস্থান ছিল নোংরা আর আরশোলাপূর্ণ। এছাড়া নোংরা সব রেস্তোরায় তাকে খাবার খেতে হতো। তিনি এসব ঘৃণা করতেন। তিনি কাজকেও ঘৃণা করতেন। একসময় তিনি চিন্তা করে দেখলেন, এভাবে জীবন চলে না। কোনো একটা কাজ করতে হবে। পরে তিনি বয়স্কদের রাতে শিক্ষা দেয়ার কাজ নিলেন। এতে তার অনেক ছাত্র-ছাত্রী হলো। সেখানে তিনি প্রচুর সুনামও লাভ করেন। তারপর জীবনে বড় হতে গেলে যেমন ব্যক্তিত্ব ও সাফল্য দরকার ঠিক সেভাবে তিনি কাজ করতে লাগলেন। তিনি ছিলেন মিশুক প্রকৃতির লোক। এছাড়া ভালো বক্তৃতাও দিতে পারতেন। তিনি মানুষের সাথে মিশতে গিয়ে দেখলেন কেন তারা হতাশাগ্রস্থ কেন তারা সফলতা লাভ করতে পারছেন না। এসব নানা দিক চিন্তা করে ব্যক্তিত্ব বিকাশ ও সাফল্যের সহজ পথ বইটি লিখে ফেললেন তিনি। এছাড়াও সবার অজানা চারটি বইও লিখেছিলেন। কিন্তু আদৌ ভাবেননি, এগুলো খুব ভালো বিক্রি হবে। তিনিই আজকে সবচেয়ে অবাক হওয়া লেখক।। জন্মের পর মা-বাবা আমাদের লালন-পালন করে বড় করে তোলেন। আবার তারা আমাদের বিদ্যা শিক্ষার জন্য বিদ্যালয়-মক্তবে পাঠান। তখন শিক্ষকরা আমাদের প্রেরণা। উৎসাহ দেন যাতে আমরা বড় হতে পারি। তেমনি ডেল কার্নেগি তাঁর এই বইটি
প্রেরণাশক্তি, আদর্শ দিয়ে তৈরি করেছেন যাতে বিশ্ব মানবের কাছে বইটি প্রয়োজনীয় বলে মনে হয়।