আমরা চাই আপনি অল্প পরিশ্রমে একজন ভাল ছাত্র হয়ে উঠুন। আজ এই আর্টিকেল আপনাকে শিখাবে কি করে অল্প পরিশ্রমে ভাল ছাত্র হবেন। তাই দেরি না করে শুরু করুন।
একজন ভাল ছাত্রের গুণাবলি
একজন ভাল ছাত্র হতে হলে বেশ কিছু গুণাবলি থাকা জরুরি। যেমন ক্লাসে মনযোগি, সময়ের সচেতন, লিখা সুন্দর, সাজানু গুছানো লিখা, শৃঙ্খলাবোধ, নিয়ম মেনে পড়াশুনা করা, সততা, ধর্মচর্চা, শরীরচর্চা, গুরুজনদের সম্মান করা এবং ছোট দের স্নেহ করা ইত্যাদি গুনাবলি থাকা অতিব জরুরি।
ভালো ফলাফলের জন্য করণীয়
ভাল ফলাফলের জন্য নিয়মিত পড়াশুনার বিকল্প নেই। আপনাকে নিয়মিত ভাল ভাবে পড়তে হবে দৈনিক ৫/৬ ঘন্টা। ভালভাবে অধ্যায়ন করলে শ্রেণী শিক্ষক দ্বারাই ভাল ফলাফল করা সম্ভব। গৃহশিক্ষক বা কোচিংয়ের প্রয়োজন হয় না তেমন।