মন প্রকৌশল স্বপ্ন অনুপ্রেরণা আর জীবন গড়ার ফরমুলা সার-সংক্ষেপঃ
মন প্রকৌশল স্বপ্ন অনুপ্রেরণা আর জীবন গড়ার ফরমুলা ফ্ল্যাপের কথাঃ
আমি আমার জীবন দেখোই একজন মানুষকে নিয়ে সত্যিকারের কোনো কাজ করিয়ে নিতে হলে তাকে কিন্তু টাকা পয়সা বা সম্মানী দিতে হয় না। তাকে উৎসাহ দিতে হয় । এ জন্যে যখন কোনো বড় কাজ করতে হয় আমি ভলান্টিয়ার খুঁজি)।
কিন্তু উৎসাহ দেয়ার জন্যে মানুষটাকে খুঁজে পেতে হয়। যার সাথে আমার দেখাই হয়নি তাকে আমি উৎসাহ দেব কেমন করে? তখন দরকার রাগিব হাসানের মন প্রকৌশল ধরনের বই। পৃথিবীর সব দেশেই এ ধরনের বই আছে আমাদের দেশে সেভাবে আমার চোখে পড়েনি। এর অভাব খানিকটা দূর হল। বইটা পড়ে এক ধরনের অনুপ্রেরণা পাওয়া যায়। মন প্রকৌশল শব্দটা কটমটে মনে হতে পারে কিন্তু বইটা মোটেই কটমটে নয়, খুব গুছিয়ে লেখা হয়েছে। স্বপ্নের কথা বলা হয়েছে ঘুরে দাঁড়ানো মানুষদের কথা বলা হয়েছে। অসংখ্য উদাহরণ দেয়া হয়েছে, অসংখ্য গল্প বলা হয়েছে। আমি নিজে এই বয়সে অনেকগুলো গল্প বা ঘটনার কথা পড়ে নিজের ভেতর এক ধরনের উত্তেজনা অনুভর করছি সাহস পেয়েছি কাজেই ধরে নিচ্ছি অন্যেরাও পারে।
বইটির নামে যেহেতু প্রকৌশল বা ইঞ্জিনিয়ারিং শব্দটা আছে তাই রাগির হাসান সত্যিকারভাবে ইঞ্জিনিয়ারিং করার জন্যে ছোট ছোট ধাপগুলো পরিষ্কার করে বলে দিয়েছে। আমাদের তরুণদের কিছু বাঁধাধরা সমস্যা আছে সেই সমস্যাগুলোর কথা বলা আছে। হতাশ হয়ে যাওয়া সেই তরুণদের কেউ না কেউ নিশ্চয়ই এই বইটা পড়ে এক ধরনের শক্তি পাবে, এক ধরনের সাহস পারে, নিজের ভেতর অনুপ্রেরণা খুঁজেপারে।
মন প্রকৌশল স্বপ্ন অনুপ্রেরণা সূচি এই বইটা যেভাবে পড়বেন:
- সফল ব্যর্থতা
- মেধা
- মেধার মাপামাপি বকের কলসি আর শিয়ালের গামলা
- সাফল্য
- আত্মবিশ্বাস
- প্রথম পদক্ষেপ
- নিজেরাই পারি
- পাছে লোকে কিছু বলে, তাতে কী আসে যায়
- খাইটা খা৷৷
- শব্দটা ব্যান করে দিন জীবন থেকে।
- আত্মোপলব্ধি— আয়নায় নিজের মুখ
- বুঝে নিন জীবনের সহজ ফরমুলা
- থাকুন কৌতূহলী হয়ে সব সময়ই
- সাতির খোজ
- চিন্তার অপার শক্তি
- শেখার বয়স, বয়সের শেখা
- সেকেন্ড চান্স
- অসম্ভবকে সম্ভব করাই
- এক টিকিটে দুটি ছবি? সময়ের সর্বোত্তম ব্যবহার
- মন-প্রকৌশল স্বপ্ন অনুপ্রেরণা আর জীবন গড়ার ফরমুলা
- পোমোডরো টেকনিক- মন ভোলানোর, মন বসানোর কার্যকরী
- গুগলের KISS সহজে করুন পরিকল্পনা
- একলা নয়, একসাথে চলা রে
- রোবটিক কাজ আর কাব্যময় জীবন কীভাবে হবে ভারসাম্য * (Work-life
Balance)? - মুস্তাফিজের বল, সাকিবের ব্যাট, আর স্বপ্নপূরণের ১০,০০০ ঘ
- ঠিক আছে এবং আবেগের বল আনুন নিয়ন্ত্রণে
- আস্থার দৃঢ়তা প্রমাণের জয় নিজেকে বিশ্বাস করুন, সবসময়
- নোয়াখালীর রবীন্দ্রনাথ, আপেক্ষিক ভাললা লাগা, আর suum
- cuique pulchrum estএকটি টুল যা বিজ্ঞাপনদাতারা শ্রোতা অর্জনের জন্য ব্যবহার করেন “ক্রিয়েটিভ মার্কেটিং“