বক্তৃতা শিখবেন কীভাবে বইটির মূল কথাঃ
ডেল কার্নেগীর এ বইটি পাঠে শুধু বক্তৃতা দেয়ার গুণাবলীই নয় সেই সাথে একজন ব্যক্তির আত্মউন্নয়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ডেল কার্নেগীর এ বইটি পাঠে শুধু বক্তৃতা দেয়ার গুণাবলীই নয় সেই সাথে একজন ব্যক্তির আত্মউন্নয়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।
আপিনি বলতেই পারেন আমি এই বই দিয়ে কি করবো, রাজনীতিবিদরা বক্তব্য দিবেন তাদেরই দরকার এই বই। বিষয়টা ঠিক তা নয়, যারা সংগঠন করেন তাদের বক্তব্য দেয়া লাগে কিংবা সামাজিক কাজের সঙ্গে যারা জড়িত তাদের বক্তব্য দেয়া লাগে এমনকি নিজেদের এলাকার বিভিন্ন অনুষ্ঠানে দেয়া লাগে বক্তব্য।
বক্তব্যের প্রধান শর্তগুলো উঠে এসেছে এ বইতে। কারো কারো বক্তব্য মন্ত্রমুগ্ধের মতো শুনে দর্শকরা। আবার কারো লাগামহীন বক্তব্যে বিরক্ত হয়ে অনেক দর্শকই হল ছেড়ে পালিয়ে যায়। কোন পরিস্থিতিতে বা কোন অনুষ্ঠানে কোন ধরনের বক্তব্য দিতে হবে বা শব্দচয়নে কতটা সতর্ক হতে হবে কিংবা পরিমিতিবোধ কতটা থাকতে হবে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে বক্তৃতা শেখার কৌশল বইটিতে।
বক্তব্য সবাই দিতে পারে না। একজন অনেক জানেন, কিন্তু সাজিয়ে গুছিয়ে লোকজনের সামনে মাইক্রোফোনে কথা বলতে পারেন না, এলোমেলো করে ফেলেন সব। লোকজনের সামনে হাঁটু কাঁপতে শুরু করে অথবা ক্যামেরা দেখে মাথায় জটলা পেকে যায়, সবকিছু তারের মতো পেঁচিয়ে যায়। আবার অনেকে কম জানেন কিন্তু বক্তৃতায় তুখোড় সুতরাং বক্তৃতা একটি শিল্প এবং শিক্ষার অংশবিশেষ। বক্তৃতার কিছু নির্দিষ্ট নিয়ম ও বৈশিষ্ট্য আছে বিষয়বস্তুর আলোকে বক্তৃতা নিয়ে রকমফের রয়েছে, এখানে সব বিষয়ে তুলে ধরা হয়েছে আশা করি পাঠক পাঠিকা বক্তৃতা শেখার কৌশল, বইটি পড়ে উপকৃত হবেন।
বাগানে অনেক ধরনের ফুল থাকে সে ফুলগুলো কিন্তু মালা করা থাকে না বিচ্ছিন্ন ভাবে থাকে না তখন এক ধরনের সৌন্দর্য। মালা গাথার পর আরেক ধরনের সৌন্দর্য মালা গলায় পরে কিন্তু বিচ্ছিন্ন ফুল কেউ গলায় পরতে পারে না । কিভাবে মালা গেঁথে পড়তে হয় সে বিষয়টি তুলে ধরা হয়েছে বক্তৃতা শেখার কৌশল বইতে।
বক্তৃতা শেখার প্রক্রিয়া একটি দুর্বল কৌশল নয়, এটি একটি গুরুত্বপূর্ণ কৌশল যা ব্যক্তিগত এবং পেশাদার সফলতার কোনো গুরুত্ব রাখতে পারে। এখানে কিছু উপায় দেওয়া হলো যেগুলি বক্তৃতা দক্ষতা অর্জন করার সাথে সাথে আপনাকে উন্নত করতে সাহায্য করতে পারে।
বক্তৃতা শিখবেন কীভাবে