দ্য ২১ সাকসেস সিক্রেটস্ অব সেল্ফ মেইড মিলেনিয়ারস্ বইয়ের ভিতরের কথাঃ
জীবনকে সফলতার সাথে সুন্দরভাবে উপভোগ করতে হলে আপনাকে অবশ্যই সফল লোকদের কাছ থেকে শিখতে হবে। নদীতে যেমন নৌকা চালাতে গেলে বাতাসের দিকে খেয়াল রাখতে হয়, বাতাসের গতিপথ বুঝে নৌকা চালালে সহজে দরিয়া পার হওয়া যায়, ঠিক তেমনি সফল লোকদের কাজকর্ম থেকে যতবেশি গল্পগাঁথা। সেখান থেকে আপনি সহজেই আপনার এগিয়ে চলার পথ, কৌশল বা উপায় খুঁজে পেতে পারেন। সহজবোধ্য অনুবাদ, সাবলীল ভাষা, প্রাঞ্জল লেখনী আপনাকে চমৎকৃত করবে এবং আপনার জীবনে এগিয়ে চলার সঙ্গী হিসেবে বইটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
শেখা যায়, যতবেশি তাদের কলাকৌশলগুলো নিজ জীবনে প্রয়োগ করা যায় ততই জীবন সহজ ও সুন্দর হয়ে ওঠে। ব্রায়ান ট্রেন্সির দ্য ২১ সাকসেস সিক্রেটস্ অব সেল্ফ মেইড মিলেনিয়ারস্ বইটি এমনই একটি অসাধারণ বই। এখান থেকে আপনি পাবেন সফল লোকদের জীবনযাপন কৌশল এবং তাদের সাফল্যের।
দ্য ২১ সাকসেস সিক্রেটস্ অব সেল্ফ মেইড মিলেনিয়ারস্ বইয়ের ফ্ল্যাপের কথাঃ
ব্রায়ান ট্রেসির জন্ম ১৯৪৪ সালের ৫ই জানুয়ারি। তিনি অনুপ্রেরণার একজন প্রসিদ্ধ লেখক। তিনি ব্রায়ান ট্রেসি ইন্টারন্যাশনালের চেয়ারম্যান এবং সিইও। তার এই কোম্পানি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মচারী উন্নয়নে প্রশিক্ষণ দিয়ে থাকে।
ব্রায়ান ট্রেসির লক্ষ্য হচ্ছে আপনার ব্যক্তিগত ও পেশাগত উন্নয়নে আপনাকে সহায়তা করা। তিনি প্রায় ১,০০০ কোম্পানির ৫০,০০,০০০ লোককে প্রশিক্ষণ
দিয়েছেন। তিনি আমেরিকা, কানাডা এবং বিশ্বের প্রায় ৫৫টি দেশে ৫,০০০টিরও বেশি সেমিনারে বক্তব্য রেখেছেন। তিনি প্রতি বছর ২,৫০,০০০ মানুষকে অনুপ্রেরণা দেন।
তিনি দীর্ঘ ৩০ বছর যাবৎ অর্থনীতি, ইতিহাস, দর্শন ও মনোবিজ্ঞান নিয়ে গবেষণা করেন। তিনি এই দীর্ঘ সময়ে প্রায় ৫০টিরও বেশি বই রচনা করেন।
সুপ্রিয় পাঠকবৃন্দ.!!
এই বইটি যখন আমি পড়লাম তখন নিজেকে প্রতিষ্ঠিত করার দরজা খোলা দেখছিলাম। বইটিতে ২১-টি সফলতার সূত্র আছে যা একজন মানুষকে ধনী হওয়ার জন্যে সাহায্য করবে।
“ব্রায়ান ট্রেসির” বই গুলোতে আলাদা একটা উৎসাহ জাগ্রত হয়। তিনি বইটিতে ২১-টি সফলতার চাবি দিয়ে দিছে। এই সূত্র গুলো যে সঠিকভাবে কাজে লাগাবে সেই জীবনে সফল হতে পারবে।
সবাইকে অনুরোধ করবো যেনো বইটি পড়েন আর নিজের জীবনকে গঠন করেন। প্রিয় পাঠকদের ধন্যবাদ।