অন্তরের রোগ -১ম খণ্ড সার-সংক্ষেপঃ
অন্তরের রোগে আক্রান্ত হওয়া গুনাহে ডুবে থাকার মূল একটি কারণ। যার অন্তর রোগাক্রান্ত, সে সত্যের দিকে ধাবিত হয় না। সঠিক বিষয়কে মেনে নিতে চায় না। প্রতিটি কাজে সে বক্রতার অনুপানী হয়। অন্যায়-অপরাধ তার কাছে খুব স্বাভাবিক বিষয়ই মনে হয়। আল্লাহর ইবাদত-আনুগতো সে স্থান পায় না। তার মাঝে কোনো ভালো চিন্তা আসে না। বাস্তবতা হলো, অধিকাংশ মানুষই নিজেদের অন্তরের অবস্থার ব্যাপারে একেবারে উদাসীন। অথচ আল্লাহ তাআলা বান্দার অন্তরের অবস্থার প্রতি লক্ষ্য করেন। হাদীস শরীফে এসেছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম বলেছেন— “নিশ্চয়ই আল্লাহ তোমাদের দেহ এবং আকৃতি দেখেন না, বরং তিনি তোমাদের অন্তর ও আমল দেখেন। – মুসলিম: ২৫৬৪
সুতরাং আমাদের অন্তরের অবস্থাকে সুন্দর করতে হবে। বেঁচে থাকতে হবে অন্তরের রোগগুলো থেকে এরই লক্ষ্যে রুহামা পাবলিকেশন প্রকাশ করেছে শাইখ সালেহ আল-মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ কর্তৃক রচিত সিলসিলাতু মুনিদাতিল কুলুব এর নির্বাচিত কিছু বিষয় নিয়ে। গ্রন্থটির প্রথম এ খণ্ডে আসক্তি, প্রবৃত্তির অনুসরণ, দুনিয়ার মন অন্তরের এ চারটি রোগ সম্পর্কে বিশদ আলোচনা করা হয়েছে। আল্লাহ আমাদেরকে এ রোগগুলোকে থেকে বেঁচে থাকার তাওফীক দান।
অন্তর হলো রাজার মতো আর অঙ্গপ্রত্যঙ্গগুলো তার প্রজা। যখন অন্তর ঠিক হয়ে যাবে, তখন পুরো শরীর ঠিক থাকবে। অন্তর যখন অসুস্থ হয়ে পড়বে, এর প্রভাবে অঙ্গপ্রত্যঙ্গগুলোর মাঝে মন্দাচার প্রকাশ পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
أَلَا وَإِنَّ فِي الْجَسَدِ مُضْغَةً إِذَا صَلَحَتْ صَلَحَ الجَسَدُ كُلُّهُ، وَإِذَا فَسَدَتْ فَسَدَ الجَسَدُ كُلَّهُ، أَلَا وَهِيَ الْقَلْبُ
সাবধান, শরীরের ভেতর একটি মাংসপিণ্ড আছে। তা যখন ঠিক হয়ে যায়, তখন পুরো শরীরই ঠিক হয়ে যায়। আর তা যখন খারাপ হয়ে যায়, তখন পুরো শরীরই খারাপ হয়ে যায়। জেনে রেখ, তা হলো অন্তর।” (সহীহ বুখারী: ৫২, সহীহ মুসলিম: ১৫৯৯)