ডিভেলপিং দ্য লিডার উইদিন ইউ বইটি কাদের জন্য
যারা স্বপ্ন দেখে নিজেদের কোম্পানি গড়ার উদ্যোক্তা হওয়ার কোন বিষয়ে বাংলাদেশে ও সারা বিশ্বে সুনাম অর্জন করার তাদের জন্য এই বই। অত্যন্ত বাস্তবমুখী ও কার্যকরী কৌশল ও সূত্র দ্বারা আপনি আপনার নিজের মধ্যে ও অন্যের মধ্যে নেতৃত্ব গঠন করতে পারবেন। আর যারা বিভিন্ন কোম্পানির পরিচালনা ও ব্যবস্থাপনা পর্যায়ে আছেন তারা এই বইয়ের জ্ঞান প্রয়োগ করে নিজেদের কোম্পানিকে আরও সাফল্যের প্রতি দৃঢ়পদে নেতৃত্ব দিতে পারবেন।
ডিভেলপিং দ্য লিডার উইদিন ইউ বইয়ের ভূমিকা
বিশ্বে যারা সফল ব্যক্তিত্ব তারা সকলেই আগে নিজেদেরকে নেতৃত্ব দিয়েছে তারপর অন্যরা তাকে অনুসরণ করেছে। বিল গেটস, স্টিভ জবস, মার্ক জাকারবার্গ, ওয়ারেন বাফেট, এন্ড্রু কার্নেগি, হেনরি ফোর্ড, জ্যাক মা, রোনালদো, মেসি সহ আরও অনেকেই তাদের স্বপ্ন পূরণ করেছে। এটার একমাত্র কারণ তারা সকলেই নিজেদেরকে তাদের স্বপ্ন পূরণের পথে নেতৃত্ব দিয়েছে। আর যারা নিজেদেরকে নেতৃত্ব দিতে পারে না, তারা কোন কাজেই সফল হয় না। তাদের মুখে কেবল একটাই কথা, “ওর জন্য কিছু হল না। সে আমাকে ধোঁকা দিয়েছে।” কাজ না করে বলে, “আমি গ্রামীণ ব্যাংকের মতন কোম্পানি খুলতে পারতাম। এটা কোন ব্যাপার না।
এমন অসফল লোকের মুখে কেবল, করতাম, পারতাম, যাইতাম, হইতাম। এরা বলে আমি সফল হতে পারতাম, কিন্তু অনুকের কারণে পারি নাই। আপনি যদি এমন একজন হয়ে থাকেন তবে অজুহাত দেওয়া বন্ধ করুন। নিজের দায়িত্ব নিজে নিন। নিজেই নিজেকে আপনার সাফল্যের প্রতি নেতৃত্ব দিন। আর যদি এমন কোন লোককে চেনেন যে এমন অজুহাত দেয় তবে অবিলম্বে তাকে এড়িয়ে চলুন। আপনাদের মতন যারা জীবনে কিছু করতে চায়, সাফল্য চায়, সুখ ও সম্মান চায় তাদের জন্য এই বই।
নিজেকে মোটিভেট করতে বইটি পরতে পারেন “জিরো টু ওয়ান“